| |
               

মূল পাতা জাতীয় হিরো আলমের ওপর হামলা, পুলিশের গাফিলতি খতিয়ে দেখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী


হিরো আলমের ওপর হামলা, পুলিশের গাফিলতি খতিয়ে দেখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী


রহমত নিউজ ডেস্ক     19 July, 2023     11:53 AM    


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার সময় পুলিশের কোনো গাফিলতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

মঙ্গলবার (১৮ জুলাই) সচিবালয়ে ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস লুইসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (গুইন লুইস) হিরো আলমের ওপর হামলার কারণ জানতে চেয়েছিলেন। ‘আমরা বলেছি, 'আমরা এখনও বলতে পারি না কেন এটা হয়েছে।’ একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য সরকার সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা দেখেছি নির্বাচন শেষে হিরো আলমের সঙ্গে কিছু লোকের বাকবিতণ্ডা হয় এবং দেখা যায় কিছু যুবক তার ওপর হামলা চালায়। আমরা জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে জানিয়েছি যে আমরা ইতোমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছি। বাকিদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করব। আমরা এটি তদন্ত করে খুঁজে বের করার চেষ্টা করব কারা এমন শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করেছিল। আমরা এটি খুঁজে বের করব।