| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য ‘গণঅভ্যুত্থানে মাধ্যমে সরকারের পতন ঘটিয়েই দাবি আদায় করতে হবে’


‘গণঅভ্যুত্থানে মাধ্যমে সরকারের পতন ঘটিয়েই দাবি আদায় করতে হবে’


রহমত নিউজ ডেস্ক     18 July, 2023     10:32 PM    


আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কোনো নির্বাচনেই জনগণ ভোট দিতে পারেনি বলে দাবি করেছে ১২ দলীয় জোটের নেতারা। তারা বলেছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা বিরোধী প্রার্থীর ওপর হামলা করে এবং ভোটকেন্দ্র দখল করে নেয়।  ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সরকারের আসল চেহারা আবারও ফুটে উঠেছে। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বারবার তা প্রমাণিত হয়েছে। আমাদের আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়। জনগণকে ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য এ আন্দোলন। সরকার সহজে দাবি মেনে নেবে না, গণঅভ্যুত্থানে মাধ্যমে সরকারের পতন ঘটিয়েই দাবি আদায় করতে হবে। 

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর কাকরাইল মোড় থেকে মতিঝিল শাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে ১২ দলীয় জোট আয়োজিতপদযাত্রায় বক্তারা এসব কথা বলেন। জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, মহাসচিব আহসান হাবিব লিংকন, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম সিনিয়র যুব মহাসচিব আব্দুল মালিক চৌধুরী ও বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী।