রহমত নিউজ ডেস্ক 16 July, 2023 04:50 PM
ওয়াসার বিশুদ্ধ পানির দাম দ্বিগুণ বাড়ানোর সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
রবিবার (১৬ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।
ইউনুছ আহমাদ বলেন, ওয়াসা একটি সেবামূলক প্রতিষ্ঠান, এটা কোনও ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়। ওয়াসার দায়িত্ব জনগণকে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানি সরবরাহ করা। বিশুদ্ধ ও সুপেয় পানি সরবরাহ করার জন্য ওয়াসা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রভিত্তিক ড্রিংকওয়েল প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ২০১৬ সালের অক্টোবর থেকে বিশুদ্ধ পানির বুথ স্থাপনের কাজ শুরু করে। এসব বুথ থেকে প্রতি লিটার পানির দাম ৪০ পয়সা নেওয়া হয়। কিন্তু সম্প্রতি ওয়াসা কর্তৃপক্ষ আগামী ১ আগস্ট থেকে প্রতি লিটার পানির দাম দ্বিগুণ অর্থাৎ ৮০ পয়সা নেয়ার ঘোষণা দেয়। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে জনজীবন দুর্বিসহ হয়ে উঠছে। তার ওপর ওয়াসার পানির দাম বৃদ্ধি করা হলে জনগণের দুর্দশা আরো বাড়বে। অবিলম্বে ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তিনি।