রহমত নিউজ ডেস্ক 15 July, 2023 07:22 PM
সেন্ট্রাল হাসপাতালে প্রসূতি এবং নবজাতক মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক গ্রেফতারের প্রতিবাদে সোমবার (১৭ জুলাই) ও মঙ্গলবার (১৮ জুলাই) সারা দেশে প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে অবস্ট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিকাল সোসাইটি বাংলাদেশ (ওজিএসবি)।
শনিবার (১৫ জুলাই) ওজিএসবির সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. সালমা রউফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ওজিএসবি আজ (শনিবার) দুপুর ১টায় চিকিৎসকদের সব সোসাইটির নেতারা এবং বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুইজন চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়।
১. আগামী ১৬ জুলাই প্রতিটি মেডিকেল কলেজ, জেলা, উপজেলা এবং প্রাইভেট হাসপাতালে দুপুর ১২-১টা মানববন্ধন।
২. ১৭ ও ১৮ জুলাই সবার প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ থাকবে।
৩. আগামী ১৮ জুলাই আবারও বিএমএর সঙ্গে বসে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এর আগে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনার মুক্তির দাবি জানায় ওজিএসবি। একইসঙ্গে অভিযোগ প্রমাণ হওয়ার আগেই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতারের নিন্দা জানানো হয়।