| |
               

মূল পাতা ইসলাম দেশে ফিরলেন ৩৩ হাজার ৬২৭ হাজি


ফাইল ছবি

দেশে ফিরলেন ৩৩ হাজার ৬২৭ হাজি


রহমত নিউজ     10 July, 2023     11:48 AM    


হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৩ হাজার ৬২৭ জন হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ৯৬ জন বাংলাদেশির ইন্তিকাল হয়েছে।

সোমবার (১০ জুলাই) হজ পোর্টাল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোববার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ৮৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৩৩টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৩৬টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ১৯টি।

সৌদি আরবে ইন্তিকাল করা বাংলাদেশি হাজিদের মধ্যে পুরুষের সংখ্যা ৭২ জন, মহিলা ২৪ জন। তাদের মধ্যে মক্কায় ৮০, মদিনায় ৫, জেদ্দায় ১, মিনায় ৭, আরাফায় ২, মুজদালিফায় ১ জন ইন্তিকাল করেছেন।

সর্বশেষ রোববার মমতাজ করিম (৫২), মো. নাজমুল আহসান (৬১), আক্তার উদ্দিন আহমেদ (৫৪) সৌদি আরবে ইন্তিকাল করেন।

গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এ সব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনস ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।