| |
               

মূল পাতা সারাদেশ জেলা সিলেট-তামাবিল মহাসড়কে বাস চলতে দেয়া হবে না : সালিশ কমিটি


সিলেট-তামাবিল মহাসড়কে বাস চলতে দেয়া হবে না : সালিশ কমিটি


রহমত নিউজ ডেস্ক     09 July, 2023     09:29 AM    


জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহতের ঘটনায় সিলেট-তামাবিল মহাসড়কে আজ রবিবার সকাল থেকে বাস-মিনিবাস বন্ধের ঘোষণা দিয়েছে বৃহত্তর জৈন্তার ১৭ পরগণার সালিশ সমন্বয় কমিটি। অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের ছাঁটাইয়ের দাবিতে শনিবার রাতে জরুরি বৈঠক শেষে কমিটি এ ঘোষণা দেয়। উপজেলার দরবস্ত বাজার মসজিদে এই বৈঠক হয়।

তবে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল হক জানান, এ ঘোষণা মানবে না সিলেটের পরিবহন শ্রমিকরা।বাস চলবে। হঠাৎ কেউ ঘোষণা দিয়ে বাস চলাচল বন্ধ রাখতে পারে না। বিষয়টি প‍্রশাসনকে জানানো হয়েছে।

জৈন্তার ১৭ পরগণার সালিশ সমন্বয় কমিটি বিভিন্ন ইস‍্যুতে গত কয়েক দশক ধরে ভূমিকা পালন করে আসছে। সভায় উপস্থিত থাকা জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ জানিয়েছেন, তারা সড়কে যানচলাচল করতে দেবেন না। আজ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে পাঁচজন নিহত হন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট সিলেট জৈন্তাপুর