| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল 'মতপ্রকাশের স্বাধীনতার নামে কুরআন ও রাসূলের অবমাননা বরদাশত করা হবেনা'


'মতপ্রকাশের স্বাধীনতার নামে কুরআন ও রাসূলের অবমাননা বরদাশত করা হবেনা'


রহমত নিউজ     07 July, 2023     07:32 PM    


বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুনঈম খান বলেছেন, মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননা কোনোভাবেই মেনে নেয়া যায়না। বিভিন্ন দেশে সময়ে সময়ে এসব কর্মকাণ্ড মুসলমানের অন্তরে আঘাত করছে। কোনো কোনো দেশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসব কর্মকাণ্ড ঘটিয়ে চলছে উগ্রবাদী গোষ্ঠী।

শুক্রবার (০৭ জুলাই) খেলাফত ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার মাসিক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি হাফেজ আবু হুরায়রার সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসাইন, কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি- মুহাম্মাদ আনোয়ার পারভেজ,যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইমরান হোসেন রনি,মঞ্জুরুল হক পলাশ,মুহাম্মাদ ইব্রাহীম,মুহাম্মাদ উসামা, রফিকুল ইসলাম প্রমুখ।

জাতিসংঘ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা( ওআইসি)'র প্রতি আবেদন জানিয়ে মুনঈম খান বলেন, যেসব দেশ মুসলিমদের বিরুদ্ধে এমন ঘৃণ্য কাজে উৎসাহ প্রদান করছে সেসব দেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন। আর্ন্তজাতিক বানিজ্য নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের শায়েস্তা করুন।

তিনি বলেন, সম্প্রতি সুইডেনে কুরআন পুড়ানোর মাধ্যমে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায় সুইডেন সরকারকে নিতে হবে। সুইডেনকে আর্ন্তজাতিক আদালতের কাঠগড়ায় বিচারের মুখোমুখি করতে আহ্বান জানান তিনি ।