মূল পাতা আন্তর্জাতিক ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, স্কুল বন্ধ দু’রাজ্যে
আন্তর্জাতিক ডেস্ক 07 July, 2023 11:27 AM
টানা ভারী বৃষ্টিতে বেহাল অবস্থায় পড়েছে ভারতের মুম্বাই। ইতোমধ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বৃষ্টিতে কর্নাটকের দুই জেলায় দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া কেরালা এবং গোয়ায় সব স্কুল বৃষ্টির কারণে ছুটি দেওয়া হয়েছে।
মুম্বাইয়ে সহসাই বৃষ্টি কমার আভাসও নেই। আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে শহরের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মহারাষ্ট্রের একটি জেলাতেও জারি করা হয়েছে লাল সতর্কতা।
মুম্বাইয়ের রাস্তায় পানি জমে তৈরি হয় তীব্র যানজট। বৃহস্পতিবার সকালে সিয়ন এলাকায় সরকারি বাস চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ট্রেন পরিষেবাও ব্যহত হয়েছে।
এর আগে বুধবার কর্নাটকের দক্ষিণ কন্ন- এবং উদুপি জেলায় দু’জনের মৃত্যু হয়েছে। রাজ্যে উপকূলবর্তী তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, পাঞ্জাব, হরিয়ানাও। বুধবার পাঞ্জাবের লুধিয়ানায় বৃষ্টির জেরে একটি কারখানার ছাদ ধসে মৃত্যু হয়েছে একজনের।