রহমত নিউজ 04 July, 2023 05:54 PM
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠার কোনো সুযোগ নেই জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, এই নির্বাচনে পুলিশের শতভাগ নিরপেক্ষতা না থাকলে ডিএমপি কমিশনার হিসেবে নাকে খত দিয়ে চলে যাব।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি এ কথা বলেন। এ সময় ভোট সুষ্ঠু না হলে নাকে খত দিয়ে পদত্যাগের ঘোষণা দেন ডিএমপি কমিশনার।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।