| |
               

মূল পাতা ইসলাম একটি শব্দের ভুল ব্যাখ্যা 'হাজ্বী ও আলহাজ্ব'


একটি শব্দের ভুল ব্যাখ্যা 'হাজ্বী ও আলহাজ্ব'


ইসলাম ডেস্ক     04 July, 2023     06:38 PM    


হজ্ব আদায়কারীকে উর্দু ও বাংলা ভাষায় হাজ্বী বলা হয়। এখানে মূল আরবী শব্দটি হল حاج বা الحاج

সাধারণ আরবী কথাবার্তায়  الحاج শব্দটিই ব্যবহৃত হয়। বাংলা ভাষায় মূল আরবী শব্দের জীমের তাশদীদ বাদ দিয়ে ‘আলহাজ্ব’ বলা হয় এ শব্দের  অর্থ হল ‘হজ্ব আদায়কারী’। তিনি কয়বার হজ্ব করেছেন তা এই শব্দে নেই। কিন্তু কারো কারো এই ধারণা রয়েছে যে, যে একবার হজ্ব করেছে তাকে বলা হয় হাজ্বী, আর যে একাধিক বার হজ্ব করেছে তার উপাধী আলহাজ্ব! এই ধারণা ঠিক নয়। একবার হজ্ব আদায়কারীর জন্যও উভয় শব্দ ব্যবহার করা যায়। হজ্বকারীকে হাজ্বীও বলা যায়, আলহাজ্বও বলা যায়।

যাহোক এটা একটা শব্দ কেন্দ্রিক আলোচনা হল।এখানে যে বিষয়ে সবারই সচেতন থাকা প্রয়োজন তা হল, হজ্ব ইসলামের গুরুত্বপূর্ণ রোকন এবং একটি ফযীলতপূর্ণ ইবাদত, যা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই আদায় করতে হবে। হাজ্বী বা আলহাজ্ব উপাধী পাওয়ার জন্য হজ্ব করা কিংবা হজ্ব আদায়ের পর এই উপাধীর আশায় থাকা দুটোই রিয়ার অন্তভূর্ক্ত যা ইবাদতের উদ্দেশ্য ও উপকারিতা সব বিনষ্ট করে দেয়।

-আল কাউসার