| |
               

মূল পাতা আন্তর্জাতিক ফ্রান্সে বিক্ষোভের চতুর্থ দিন, গ্রেফতার অন্তত ১০০০


ফ্রান্সে বিক্ষোভের চতুর্থ দিন, গ্রেফতার অন্তত ১০০০


আন্তর্জাতিক ডেস্ক     01 July, 2023     03:18 PM    


বিপুল পুলিশ মোতায়েন সত্ত্বেও ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভের চতুর্থ দিনেও দাঙ্গা হয়েছে। গাড়ি ও ভবনে আগুন দেওয়া, দোকান লুট করার অভিযোগে ৯০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে পুলিশের গুলিতে নিহত ১৭ বছরের কিশোরকে আজ কবর দেওয়ার প্রস্তুতি নিয়েছে নিহতের পরিবার ও বন্ধুরা। গত মঙ্গলবার ওই কিশোরকে গাড়ি থামাতে সংকেট দেয় প্যারিস পুলিশ। কিশোর তা না মানলে খুব কাছ থেকে কিশোরকে গুলি করে পুলিশ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরের। সেদিন রাত থেকেই গোটা ফ্রান্সজুড়ে শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ।  

ফরাসি সরকার অবশ্য দাবি করেছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে সহিংসতা কমতে শুরু করেছে। যদিও কিছু ফরাসি বিদেশি অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়েছে। ফরাসি গায়ানায় গুলিতে নিহত হয়েছেন ৫৪ বছর বয়সী এক ব্যক্তি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শনিবার ভোর পর্যন্ত ফ্রান্সের বিভিন্ন শহর থেকে ৯৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে শুক্রবার হালকা সাঁজোয়া যান নিয়ে অন্তত ৪৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করে ফ্রান্স সরকার। তারপরও বিক্ষোভকারীদের দমানো যায়নি। লিয়ন, মার্সেই এবং গ্রেনোবল শহরে লুটপাট এবং ভবনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বেশ কয়েকটি এলাকায় দিনের বেলাতেও সহিংসতা দেখা গেছে। পূর্বাঞ্চলীয় শহর স্ট্রাসবার্গে একটি অ্যাপল স্টোর লুটপাটের খবর পাওয়া গেছে। প্যারিস-এলাকার শপিং মলে একটি ফাস্ট ফুড আউটলেটের জানালা গুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।

দক্ষিণের বন্দর শহর মার্সেই-তে প্রবল বিক্ষোভ দেখা গেছে। আগুন লাগিয়ে দেয় এবং দোকান লুট করার ঘটনা ঘটেছে শহরটিতে। একটি বন্দুকের দোকানেও লুটপাট চালিয়েছে বিক্ষোভকারীরা। পরে সেখান থেকে একজনকে রাইফেলসহ গ্রেফতার করা হয়। মার্সেইয়ের মেয়র বেনোইট পায়ান বলেন, ‘লুটপাট ও সহিংসতার ঘটনাগুলো একেবারেই অগ্রহণযোগ্য।’

প্যারিসে পরিস্থিতি শান্ত দেখালেও লিয়ন শহরের কর্তৃপক্ষ জানায়, দাঙ্গাকারীরা শহরতলিতে পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। শহরের কেন্দ্র থেকে শুক্রবার সন্ধ্যায় দোকান লুটপাটের চেষ্টা বন্ধ করতে ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফরাসি গুয়ানায় বৃহস্পতিবার রাতে রা ধানী কায়েনে পুলিশকে লক্ষ্য করে দাঙ্গাবাজরা গুলি চালালে ৫৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।