| |
               

মূল পাতা সারাদেশ মহানগর সিলেট নগরীতে কখন কোথায় ঈদুল আযহার জামাত


সিলেট নগরীতে কখন কোথায় ঈদুল আযহার জামাত


রহমত নিউজ ডেস্ক     28 June, 2023     02:45 PM    


আগামীকাল (২৯ জুন) বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। এবছর সিলেট মহানগর ও জেলায় প্রায় তিন হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে সিলেট নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে প্রধান জামাত হবে। সিলেট নগরের উল্লেখযোগ্য মসজিদ ও ঈদগাহের ঈদের জামাতের সময়সূচি নিচে দেয়া হলো-

শাহী ঈদগাহ ময়দান
সিলেটের প্রধানতম ঈদুল আজহার জামাত সকাল ৮টায় নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা কামাল উদ্দিন। এখানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ লক্ষাধিক মুসল্লি ঈদ জামাত আদায় করবেন।

দরগাহে হজরত শাহ জালাল (রহ.) জামে মসজিদ
দরগাহ হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন হাফিজ মাওলানা আসজাদ হোসাইন।

কুদরত উল্লাহ জামে মসজিদ
প্রতিবছরের ন্যায় এবারও নগরের বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আজহার পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে।

সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ
আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। এই জামাতে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে।

জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ
সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বন্দরবাজারের কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব। নামাজে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহ আলম। এছাড়া সিলেটে ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রায় প্রতিটি মসজিদেই ঈদ জামাত আদায় করা হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট