| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য কুমিল্লায় এলডিপি মহাসচিবের পথসভায় হামলার অভিযোগ


কুমিল্লায় এলডিপি মহাসচিবের পথসভায় হামলার অভিযোগ


রহমত নিউজ ডেস্ক     27 June, 2023     09:53 AM    


কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমদের পথসভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

সোমবার (২৬ জুন) সন্ধ্যায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের সভাকক্ষে তিনি এ অভিযোগ করেন।

এলডিপি মহাসচিব বলেন, বিকেলে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট মাদরাসার সামনে এলডিপি মহাসচিবের পথসভার শেষের দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তের অনুসারী আওয়ামী লীগ কর্মী নাজমুল হাসান ও রুস্তমের নেতৃত্বে চারটি সিএনজিচালিত অটোরিকশা ভর্তি আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে এসে হামলা করে মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে রক্ষা করে গাড়ি তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি চান্দিনার প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। 

বরকইট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসিন ভূঁইয়া বলেন, ‘হামলার ঘটনায় আমাদের কোনো নেতাকর্মী জড়িত ছিল না। কারা হামলা করেছে তাও জানা নাই।’

কুমিল্লা উত্তর জেলা এলডিপি’র সভাপতি একেএম শামসুল হক মাস্টার বলেন, ‘চান্দিনা উপজেলার বিভিন্ন স্থানে সোমবার আমাদের পূর্বনির্ধারিত চারটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পিহরে একটি পথসভা শেষ করে বরকইটে পথসভা হয়। সভার শেষের দিকে সিএনজি অটোরিকশা যোগে ২০-২৫ জন আওয়ামীলীগ নেতাকর্মী আমাদের সভায় হামলা চালায়। আমরা বেঁচে গেলেও তারা সভার চেয়ার-টেবিল ভাঙচুর করে। হামলার পর খিরাসার মোহনপুর ও শালচর এলাকার পথসভা ২টি আমরা স্থগিত করা হয়।’ 

চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খাঁন বলেন, ‘ড. রেদোয়ান আহমেদ পথসভা করবেন এমন তথ্য আগে পুলিশকে জানানো হয়নি। হামলার বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’