| |
               

মূল পাতা রাজনীতি দেশে দুর্নীতি এখন নীতিতে পরিণত হয়েছে : জাপা এমপি


দেশে দুর্নীতি এখন নীতিতে পরিণত হয়েছে : জাপা এমপি


রহমত নিউজ     26 June, 2023     10:14 AM    


দেশে দুর্নীতি এখন নীতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বাংলাদেশে দুর্নীতির অশুভ প্রতিযোগিতা চলছে।

রবিবার (২৫ জুন) জাতীয় সংসদ অধিবেশনে অর্থ বিল, ২০২৩ এর সংশোধনী প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।

শামীম বলেন,  এ সরকার ওয়াদা করেছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দুর্নীতি এখন নীতিতে পরিণত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা এখন শূন্য। জিরো টলারেন্স হয়নি। '

এবারের বাজেট বিশাল ঘাটতির উল্লেখ করে শামীম বলেন, 'এ ঘাটতি মেটানোর জন্য সরকারকে সঞ্চয়পত্র থেকে ঋণ নিতে হবে। ব্যাংক থেকে ঋণ নিতে হবে। বাংলাদেশ ব্যাংক টাকা চাপিয়ে দেবে, ওই টাকা ব্যাংক থেকে সরকারকে দেবে। '

এর দু'টি নেতিবাচক দিক উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, 'সরকার টাকা নিলে বেসরকারি প্রতিষ্ঠান ঋণ পাবে না, কর্মসংস্থান হবে না। মূল্যস্ফীতি বেড়ে যাবে। '