রহমত নিউজ 26 June, 2023 01:51 PM
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারছেন। যাত্রীদের কোনো অভিযোগ নেই। ঈদযাত্রা নির্বিঘ্ন হচ্ছে বলেও জানান তিনি।
সোমবার (২৬ জুন) গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, রাজধানী ছাড়ার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ তৎপর রয়েছে। যাত্রীদের যেকোনো অভিযোগ থাকলে নিকটবর্তী পুলিশ স্টেশন অথবা জাতীয় জরুরি নম্বরে ফোন করে জানানোর আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রয়োজনে ঘটনাস্থলে গিয়ে অভিযোগ নেবে পুলিশ।
পুলিশপ্রধান বলেন, পশুর ট্রাক রাজধানীতে প্রবেশ ও হাটের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। হাটে মলমপার্টি ও ছিনতাইকারীদের ব্যাপারে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কোনো ক্রেতা-বিক্রেতা ঝামেলায় পড়লে পুলিশকে তাৎক্ষণিক জানানোর আহ্বান জানান তিনি। জাল টাকা লেনদেন করে মানুষকে প্রতারিত করলে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান আইজিপি।