মফস্বল ডেস্ক 21 June, 2023 07:40 PM
ভারত থেকে চোরাই পথে আসা ১১টি গরু আটক করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গরু বহনকারী ট্রলিসহ তিন গরু ব্যবসায়ীকেও আটক করা হয়।
বুধবার (২১ জুন) ভোরে মহেশপুর উপজেলার নাটিমা এলাকা থেকে গরুসহ ব্যবসায়ীদের আটক করা হয়। আটককৃতরা হলো মহেশপুর উপজেলার মকরধ্বজপুর গ্রামের মৃত ওসমান গনীর ছেলে মো. হাসিবুর রহমান, ভোলাডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে জিয়াউদ্দিন ও সুন্দরপুর গ্রামের বিল্লাল হোসেন।
জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষ্যে মহেশপুর সীমান্ত দিয়ে চোরাই পথে ঢুকছে ভারতীয় গরু। ভারতীয় গরু ব্যবসায়ী সিন্ডিকেটটি দেশের বিভিন্ন হাটে দেশি গরুর রশিদ করে। পরে ক্রয়কৃত গরুগুলো ওই হাটেই বিক্রি করে আগের রশিদ সংরক্ষণে রাখে। এতে করে অবৈধ পন্থায় দেশের বাজারে ঢুকছে বিদেশি গরু। এর প্রভাব পড়ছে দেশি খামারিদের ওপর। একইসঙ্গে সরকার হারাচ্ছে রাজস্ব।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিন বলেন, এ ঘটনায় ১১টি ভারতীয় গরু আটক করা হয়েছে যার বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা। আটককৃতদের মহেশপুর থানায় চোরাচালান আইনে মামলা দায়েরের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।