| |
               

মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন আমরা গ্রহণযোগ্য ও আস্থার জায়গা তৈরি করতে চাই : ইসি


আমরা গ্রহণযোগ্য ও আস্থার জায়গা তৈরি করতে চাই : ইসি


রহমত নিউজ     17 June, 2023     11:34 PM    


নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, নির্বাচন নিয়ে আমরা গ্রহণযোগ্য ও আস্থার জায়গা তৈরি করতে চাই।

শনিবার (১৭ জুন) বিকেলে টাঙ্গাইল সার্কিট হাউসে বাসাইল পৌরসভার নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

রাশিদা সুলতানা বলেন, এখন পর্যন্ত নির্বাচনের মাঠে সব দল ঐকমত্যে পৌঁছাতে পারেনি। অনেকেই বলেছে, বর্তমান পরিস্থিতিতে তারা অংশ নেবে না। আবার অনেকেই আসবে বলছে। আমরা গ্রহণযোগ্য ও আস্থার জায়গা তৈরি করতে চাই।

তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কমিশন কারও খারাপ কাজের দায় নেবে না। নির্বাচনের পরিবেশ নেই, মানুষ ভোট দিতে পারে না- এ অবস্থা থেকে আমরাও উত্তরণ চাইছি। জাতীয় নির্বাচনের আগেই এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এ জন্য এখন যেসব নির্বাচন হচ্ছে, তার মাধ্যমে জাতীয় নির্বাচনের ভিত মজবুত করা হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।