| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী করোনায় মানুষের জীবন রক্ষায় পুলিশ দৃষ্টান্ত স্থাপন করেছে : আইজিপি


করোনায় মানুষের জীবন রক্ষায় পুলিশ দৃষ্টান্ত স্থাপন করেছে : আইজিপি


রহমত নিউজ ডেস্ক     15 June, 2023     09:34 AM    


পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, করোনাকালে যখন মানবিকতার চরম বিপর্যয় হয়েছিল তখন বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষের পাশে থেকে জীবন রক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

বুধবার (১৪ জুন) রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে ‘পুলিশ ব্লাড ব্যাংক পদক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, রক্তদাতারা নীরবে মানুষের জীবন বাঁচাতে রক্ত দিয়ে যাচ্ছেন। তারা কোনো কিছুর বিনিময়ে এ কাজ করেননি। তারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের এ ঋণের প্রতিদান হয় না।দেশের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এবারের বিশ্ব রক্তদাতা দিবসে মোট ৭১ রক্তদাতাকে পদক প্রদান করা হয়। এরমধ্যে ২১ এর বেশিবার রক্তদাতা পাঁচজনকে গোল্ড পদক, ১৬ এর বেশিবার রক্তদাতা ১৪ জনকে সিলভার পদক এবং ১০-১৫ বার রক্তদাতা ৫২ জনকে ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। আইজিপি পদকপ্রাপ্তদের হাতে ‘পুলিশ ব্লাড ব্যাংক পদক’ তুলে দেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা