| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন বর্জনের ঘোষণা ইসলামী আন্দোলনের


রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন বর্জনের ঘোষণা ইসলামী আন্দোলনের


রহমত নিউজ ডেস্ক     13 June, 2023     09:29 AM    


বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে আসন্ন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (১২ জুন) রাতে রাজশাহী ও সিলেটে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন মনোনীত দুই মেয়র প্রার্থী এ ঘোষণা দেন।  

রাত ৮টায় নগরীর শিরোইল এলাকায় অবস্থিত সংগঠনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুর্শিদ আলম ফারুকী তিনি বলেন, নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছিলেন যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন। আজকে বরিশালে যে নির্বাচন অনুষ্ঠিত হলো, আপনারা দেখেছেন, আমরাও লাইভে দেখেছি। যখন ৮টা বাজলো। ৮টা বাজার পরপরেই কেন্দ্রের মধ্যে আমাদের হাতপাখা প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হলো। বিভিন্ন কেন্দ্রে অনিয়ম চলেছে। বেলা যখন ঘনিয়ে আসলো তখন হাতপাখার মেয়র প্রার্থী সৈয়দ মুফতি মুহাম্মদ ফয়জুল করিমের ওপরে আক্রমণ করে তাকে রক্তাক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন কেমন সেটা দেখার জন্য নির্বাচনে এসেছিলাম। বরিশালের নির্বাচনে দেখতে পেয়েছি আমাদের প্রার্থীর ওপরে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। সেই লক্ষ্যে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম খুলনা ও বরিশালের নির্বাচন বর্জন করেছেন। সিলেট এবং রাজশাহীর নির্বাচন বয়কট করেছেন। কারণ লেভেল প্লেয়িং ফিল্ড কোনোটাতেই নেই। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী আমরা নির্বাচন বয়কট করছি
 
অন্যদিকে একই সময়ে সিলেট নগরীর শিবগঞ্জে হাতপাখার প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান বলেন, আজকে খুলনা এবং বরিশালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমাদের সর্বোচ্চ নেতা পীর সাহেব চরমোনাই তিনি সিলেট এবং রাজশাহী নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ঘোষণা মোতাবেক আমরা সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন বয়কট ঘোষণা করছি। বরিশালে ন্যাক্কারজনক ঘটনার পর কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো যৌক্তিকতা দেখছি না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ন্যূনতম কোনো সম্ভাবনা নেই। তাই আমরা এই নির্বাচন বয়কট করলাম। সিলেটের সর্বস্তরের আলেম ও জনগণের পক্ষ থেকে এই নির্বাচন প্রত্যাখ্যান করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।