| |
               

মূল পাতা জাতীয় সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক চায় সরকার : তথ্যমন্ত্রী


যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক চায় সরকার : তথ্যমন্ত্রী


রহমত নিউজ     04 June, 2023     04:43 PM    


সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে আগ্রহী। যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ভালো সম্পর্ক সৃষ্টির পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিসা নীতি সম্পর্কে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন ইঙ্গিতই দিয়েছেন।

রোববার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, জিডিপির অনুপাতে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশই ঘাটতি বাজেট দেয়। বাংলাদেশেও কিছুটা ঘাটতি বাজেট দেওয়া হয়েছে। তবে, সেটি অন্যান্য অনেক দেশের তুলনায় কম।

তথ্যমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, সরকারের পেছনে আজরাইল দাঁড়িয়ে আছে বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, তাতে আত্মতুষ্টির কিছু নেই। তাদের সঙ্গে কেবল আজরাইল নয় শয়তানও রয়েছে।