রহমত নিউজ 04 June, 2023 09:22 PM
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।
আজ (৪ জুন) রবিবার দুপুর তিনটায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যলয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম খিলগাঁওয়ে সংগঠনের সহ সভাপতি শায়েখ সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সকলের সম্মতিতে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া মাওলানা জুনাইদ আল হাবিবকে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত করা হয়।
গত শুক্রবার (২ জুন) দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন মাওলানা শাহ্ মুহাম্মদ ইয়াহইয়া রহ.। তার মৃত্যুতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সভাপতির পদ শূন্য হওয়ায় আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এবং মাওলানা জুনাইদ আল হাবিবকে সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে সভায় সভাপতির বক্তব্যে শায়েখ সাজিদুর রহমান বলেন, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে তাদের সকল কার্যক্রম বন্ধ করতে আমরা সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্ঠা মাওলানা আবুল কালাম, সহ সভাপতি মাওলানা মাহফুজ হক, সহ সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব, মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব আব্দুল কাইয়ুম সুবহানী, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, সহকারী মহাসচিব মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, সহকারী মহাসচিব মুফতী কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশেকুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আশরাফ মাসরূর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মাওলানা ওমর ফারুক, সহকারী দপ্তর সম্পাদক মাওলানা গোলাম মাওলা, মাওলানা জুবায়ের আহমাদ ও মাওলানা মোরশেদ বিন নূর প্রমুখ।
সভায় সদ্যপ্রয়াত সভাপতি মাওলানা শাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ. এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তিনি সহ ইতোমধ্যে যে সকল উলামায়ে কেরাম ইন্তিকাল করেছেন তাদের সকলের জন্য দু'আ করা হয়।