| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল মাওলানা ইয়াহইয়ার ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক প্রকাশ


মাওলানা ইয়াহইয়ার ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক প্রকাশ


রহমত নিউজ ডেস্ক     03 June, 2023     02:49 PM    


দেশের ঐতিহ্যবাহী বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও উম্মুল মাদারিস আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম মাওলানা মুহাম্মদ ইয়াহইয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ (৪ জুন) শনিবার সকালে দলের সহকারী প্রচার সচিব আনছারুল হক ইমরান স্বাক্ষরিত প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় এ শোক জানান। এর আগে, শুক্রবার (২ জুন) দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় উম্মুল মাদারিস খ্যাত আলজামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।  শনিবার (৩ জুন) বাদ মাগরিব হাটহাজারী জামিয়ার মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে জামিয়ার কবরস্থানে দাফন করা হবে।  

নেতৃদ্বয় বলেন, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়ারাহমাতুল্লাহি আলাইহি  একজন হক্কানী, বিনয়ী, সাহসী, কর্মকৎপর দরদী আলেম ছিলেন। তিনি শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহির পর হাটহাজারী জামিয়ার মুহতামিম পদে আসীন হয়ে দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন। বাংলাদেশের ঈমানী আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়া দরসে হাদীসের পাশাপাশি বহু দ্বীনি প্রতিষ্ঠান ও অরাজনৈতিক ঈমানী সংগঠনের দায়িত্ব নিষ্ঠার সাথে আঞ্জাম দিয়েছেন। মৃত্যু সকলের জন্য অবধারিত বিষয়। কিন্তু অভিভাবকতূল্য আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া সাহেব এভাবে আমাদের ছেড়ে চিরবিদায় নিবেন, তা ভাবিনি। তাঁর এই ইন্তেকালে ইলমি অঙ্গনে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পুরণ হবার নয়। বরেণ্য এই আলেম ব্যক্তিত্বের ইন্তেকালে আমরা গভীর ভাবে শোকাহত ও মর্মামত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, ছাত্র, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর শাহী দরবারে বিনম্র ফরিয়াদ করছি, হে আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস আলেম বান্দাহকে রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমীন।