| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন এক নজরে মাওলানা মুহাম্মদ ইয়াহইয়ার সংক্ষিপ্ত জীবনী


এক নজরে মাওলানা মুহাম্মদ ইয়াহইয়ার সংক্ষিপ্ত জীবনী


মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী      03 June, 2023     08:59 AM    


শুক্রবার (২ জুন) দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় উম্মুল মাদারিস খ্যাত আলজামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।  শনিবার (৩ জুন) বাদ মাগরিব হাটহাজারী জামিয়ার মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে এবং জামিয়ার কবরস্থানে হযরতকে দাফন করা হবে।  

এক নজরে মাওলানা মুহাম্মদ ইয়াহইয়ার জীবনী

জন্ম : ১৫ জুন, ১৯৪৭ ঈ.

প্রাথমিক-দাওরা পর্যন্ত পড়াশোনা : হাটহাজারী জামিয়া। ১৯৭৩ সালে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন।

উল্লেখযোগ্য উস্তাদবৃন্দ : মুফতী আজম ফয়জুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, শায়খুল হাদীস আল্লামা আব্দুল আজীজ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আব্দুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি, মুফতী আহমদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা হামেদ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নাদেরুজ্জাম রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা ইব্রাহীম আলমপুরী রাহমাতুল্লাহি আলাইহি ও শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখ।

কর্মজীবন : ১৯৭৩ ইংরেজীতে শিক্ষাজীবন সমাপ্ত করে হাটহাজারীর অন্তর্গত গড়দুয়ারা মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।  গড়দুয়ারা মাদরাসায় ১০ বছর শিক্ষকতা করেন। ৩ বছর মাদার্শা মাদরাসায় শিক্ষকতা করেন। ৬ বছর ইছাপুর ফয়জিয়া তাজবিদুল কুরআন মাদরাসায় শিক্ষকতা করেন। ১৯৯১ ইংরেজিতে হাটহাজারী মাদরাসায় নিয়োগপ্রাপ্ত হন। ২০২০ সালের ২০ সেপ্টেম্বর হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত মজলিসে শূরার বৈঠকে আল্লামা ইয়াহিয়াকে ৩ সদস্য বিশিষ্ট মজলিসে ইদারি (মাদরাসা পরিচালনা কমিটির) এর সদস্য নির্বাচিত করা হয়। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর মজলিসে শুরার সর্বসম্মতিক্রমে আল্লামা মুহাম্মদ ইয়াহিয়া সাহেবকে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

খলীফা, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি, চেয়ারম্যান, নুরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ।  সভাপতি, আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ। সভাপতি, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।  সহ-সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।  সিনিয়র নায়েবে আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশ। 

লেখক : পরিচালক, বাংলাবাড়ি, হাটহাজারী, চট্টগ্রাম