| |
               

মূল পাতা জাতীয় শেখ হাসিনাকে এরদোগানের ফোন, ধন্যবাদ জানালেন বাংলাদেশিদের


শেখ হাসিনাকে এরদোগানের ফোন, ধন্যবাদ জানালেন বাংলাদেশিদের


রহমত নিউজ     01 June, 2023     03:06 PM    


তৃতীয়বারের মতো নির্বাচিত তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন। বুধবার (৩১ মে) দিনগত রাত সোয়া ১১টার দিকে ফোনে ১০ মিনিট কথা বলেন তাঁরা। এ সময় শেখ হাসিনা তুরস্কের রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-২ এ বি এম সরওয়ার-ই-আলম সরকার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

সরওয়ার-ই-আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভের জন্য তুরস্কের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন, যেখানে ভোটারের হার ৮৬ শতাংশের উপরে ছিল। একইসঙ্গে সঠিক নেতা নির্বাচনে তুরস্কের জনগণের আস্থায় আনন্দ প্রকাশ করেছেন তিনি, যা রান অফ নির্বাচনের পর প্রমাণিত হয়েছে।

নির্বাচনে জয়ে তুরস্কের উচ্ছ্বসিত জনগণের সঙ্গে মানসিকভাবে বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণ একাত্ম ছিল বলেও উল্লেখ করেন এরদোগান। এ জন্য তিনি বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার কামনা করেন। তিনি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শেখ হাসিনার সঙ্গে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেন।

অপরদিকে, ফোনে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ ২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যে কোন প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে।