| |
               

মূল পাতা জাতীয় সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজ্বযাত্রী


সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজ্বযাত্রী


রহমত নিউজ     28 May, 2023     10:31 AM    


পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ২৪ হাজার ১৩২ জন হজ্বযাত্রী।

শনিবার (২৭ মে) মধ্যরাতে এই তথ্য জানায় হজ্ব পোর্টাল।

হজ্ব পোর্টাল সূত্রে জানা যায়, সৌদিতে পৌঁছানো ২৪ হাজার ১৩২ জন হজ্বযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৯ হাজার ৫৬৮ জন হজ্বযাত্রী সৌদি আরব গেছেন।

হজ্ব বুলেটিনে জানানো হয়েছে, শনিবার অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ্ব) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ্ব প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ্ব) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন এবারের পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজ্বযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২২ জুন। অন্যদিকে হজ্ব পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজ্বযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট। হজ্ব কার্যক্রমে অংশগ্রহণকারী হজ্ব এজেন্সির সংখ্যা ৬০৩টি।