রহমত নিউজ ডেস্ক 22 May, 2023 09:52 PM
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সাম্প্রদায়িক রাজনীতি প্রশ্রয় দেওয়ার প্রশ্নে বর্তমানে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে দূরত্ব খুব কম। সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে যারা গ্রহণযোগ্য নির্বাচন পাশ কাটাতে চায়, তারা বাস্তবে ষড়যন্ত্রের পথ প্রশস্ত করছে, নিত্যপ্রয়োজনীয় জিনিস, বিদ্যুৎ ও জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধির ফলে এখন জনগণের দুর্ভোগ ও কষ্ট সীমাহীন।
আজ (২২ মে) সোমবার সকালে রাজধানীতে বাংলাদেশ জাসদের এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য করিম সিকদার, মনজুর আহমেদ, আনোয়ারুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র দেশকে মৌলবাদী শক্তির হাতে তুলে দেওয়ার পথকে প্রশস্ত করবে