রহমত নিউজ ডেস্ক 21 May, 2023 08:29 PM
জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, একটা কথা মনে রাখতে হবে- আমাদের দেশের রাজনীতি প্রতিবেশী দেশের রাজনীতি থেকে আলাদা নয়। ভারত ফারাক্কা বাঁধের মাধ্যমে আমাদের ধ্বংস করছে, সাম্প্রদায়িকতার বিষবাষ্প তৈরি করছে। গত ১০-১৫ বছরে দেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন এসেছে। বিগত সময়ে যে ধারা এবং কৌশল ছিল, সেটি এখন ফলপ্রসূ নয়। দেশ এবং জাতির বর্তমান পরিস্থিতিতে অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গভীর সংকটে নিমজ্জিত। কেবল রক্ত দিলেই গণতান্ত্রিক চর্চা ফিরে আসবে না, গণতন্ত্র বিরোধী প্রধান মদদদাতাদের বিরুদ্ধে কথা বলতে হবে।
আজ (২১ মে) রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা কর্তৃক আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের পরিচালনায় স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম,বীরপ্রতীক। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান ক্কারী আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশের সাধারণ সম্পাদক মুফতি গোলাম মহিউদ্দিন একরাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাড. আজহারুল ইসলাম, এনডিএমের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হিরা, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, শামীম আক্তার পাইলট, সহ-সভাপতি রাশেদ প্রধান, সাবেক জাগপা নেতা মো. হাসমত উল্লাহ, আব্দুল মান্নান, আব্দুল হালিম, মো. নাসির উদ্দীন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।