| |
               

মূল পাতা আন্তর্জাতিক পিটিআইয়ের নেতা মাহমুদ কুরেশিকে মুক্তির নির্দেশ


পিটিআইয়ের নেতা মাহমুদ কুরেশিকে মুক্তির নির্দেশ


রহমত নিউজ ডেস্ক     18 May, 2023     05:14 PM    


পাকিস্তান তেহরিকে ইনসাফ-পিটিআইর ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে আদালত জনশৃঙ্খলা আইনে তাঁকে গ্রেপ্তারের বিষয়টিকে ‘বেআইনি’ বলে অভিহিত করেছেন। 

আজ (১৮ মে) বৃহস্পতিবার কুরেশিকে গ্রেপ্তারের বিষয়টিকে চ্যালেঞ্জ করে করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মিয়াংগুল হাসান আওরঙ্গজেব এ রায় দেন।  আদালত মুক্তির আদেশ দেওয়ার সময় পিটিআই নেতাকে একটি অঙ্গীকারনামা জমা দেওয়ার নির্দেশ দেন।

কুরেশির আইনজীবীরা জানান, পিটিআই নেতাদের সঙ্গে আলোচনা করে এ অঙ্গীকারনামা দেওয়া হবে। পিটিআইয়ের প্রধান ইমরান খানকে গ্রেপ্তারের পর দলের কর্মীরা বিক্ষোভ শুরু করার ২৪ ঘণ্টার মধ্যে এই শীর্ষ নেতা কুরেশিকে গ্রেপ্তার করা হয়। ১১ মে সকালে তাঁকে পুলিশ হেফাজতে নেয়। এরপর পুলিশ জানিয়েছিল, সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় দাঙ্গা ও আগুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর গ্রেপ্তারের আগে পিটিআইয়ের এই নেতা দলের কর্মীদের দেশের ‘সত্যিকার স্বাধীনতার’ স্বার্থে লড়াই চালিয়ে যেতে উৎসাহিত করেন।