রহমত নিউজ ডেস্ক 07 May, 2023 06:21 PM
জনগণের অর্থ যাতে সঠিকভাবে ব্যয় হয় তা নিশ্চিত করার জন্য মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-সিএজিসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব অপরিসীম। অডিট আপত্তি নিষ্পত্তিতে আরো তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি।
আজ (৭ মে) রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বার্ষিক অডিট রিপোর্ট জমা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক রাষ্ট্রপতির নিকট ৪৭টি অডিট ও হিসাব রিপোর্ট পেশ করেন। এ সময় সিএজি প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।