| |
               

মূল পাতা জাতীয় দুর্ঘটনার শিকার সোনার বাংলা ট্রেনের ঈদযাত্রা বাতিল


দুর্ঘটনার শিকার সোনার বাংলা ট্রেনের ঈদযাত্রা বাতিল


রহমত নিউজ     17 April, 2023     07:57 AM    


চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন কুমিল্লার নাঙ্গলকোটে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ট্রেনের ইঞ্জিন ও সাতটি কোচ লাইনচ্যুত হয়েছে। ফলে আগামী সোমবার আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে হাসানপুর স্টেশনে একটি কনটেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় সোনার বাংলা ট্রেনটি।

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, দুঘর্টনার কারণে ঈদযাত্রার ১৭ এপ্রিলের চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে।

এদিকে যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিট ফেরত দেয়া হবে অথবা ১৯ তারিখ এই ট্রেনের যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। সেদিন সকাল দুটি সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ঢাকা ছেড়ে যেতে পারে বলে রেলসূত্র জানায়।

এরআগে রোববার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার লাঙ্গলকোটে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল উপজেলার হাসানপুর রেলস্টেশনের পাশে। যাত্রীবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস।