রহমত নিউজ 09 April, 2023 11:48 AM
পাকিস্তান এখন বাংলাদেশ হতে চায় উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘পাকিস্তানের বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, বড় নেতারা বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। তারা এখন বাংলাদেশ হতে চায়। আর বাংলাদেশে বিএনপি, স্বাধীনতাবিরোধী শক্তি, কিছু বুদ্ধিজীবী ও মিডিয়া বলে, পাকিস্তানই ভালো ছিল, স্বাধীন বাংলাদেশ করে লাভ হয় নাই। এরা দেশের শত্রু, পাকিস্তানের দালাল।’
শনিবার (০৮ এপ্রিল) রাজধানীর জুরাইনে কদমতলী থানা আওয়ামী লীগ আয়োজিত গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আব্দুর রাজ্জাক বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের যে পর্যায়ে এখন আছে, সে পর্যায়ে আসতে পাকিস্তানের আরো ১২ বছর লাগবে। কাজেই, যাঁরা বলেন, পাকিস্তানই ভালো ছিল, তাঁদের উদ্দেশে বলতে চাই, আপনারা পাকিস্তানের পত্রিকা পড়ুন, খোঁজখবর নিন। পাকিস্তানে এখন একটি ডিমের দাম ৩০-৩৫ টাকা, এক ডলার সমান ২৫০ রুপি। পাকিস্তানে কত মানুষ না খেয়ে থাকে তার খোঁজ নিন।’