রহমত নিউজ ডেস্ক 30 March, 2023 03:28 PM
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলার প্রান্তিক ৩৮০০ কৃষককে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
বুধবার (২৯ মার্চ) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটি আয়োজিত ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উফসি আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার মহিউদ্দিন, ভুনবীর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ মীর্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, ,শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি আশিকুর রহমান আশিক।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট মৌলভীবাজার শ্রীমঙ্গল