| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব অনুমতি ছাড়া ইফতার বিতরণ করলে গুনতে হবে লাখ টাকা জরিমানা


ফাইল ছবি

অনুমতি ছাড়া ইফতার বিতরণ করলে গুনতে হবে লাখ টাকা জরিমানা


মুসলিম বিশ্ব ডেস্ক     22 March, 2023     02:40 PM    


সংযুক্ত আরব আমিরাতে সরকারি অনুমতি ছাড়া অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করলে লাখ টাকা জরিমানা গুনতে হবে। এমনই নিয়ম জারি করেছে পারস্য উপসাগরের উত্তরে অবস্থিত  দেশটি। আল আরাবিয়া নিউজে বলা হয়েছে, দেশটিতে সরকারি অনুমতি ছাড়া জনসমাগম পূর্ণ এলাকায় ইফতার বিতরণ করলে ৫ হাজার থেকে ১ লাখ দিরহাম জরিমানা গুনতে হবে। টাকার যার পরিমান ১ লাখ ১২ হাজার থেকে ২২ লাখ। 

গত শুক্রবার (১৭ মার্চ) দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অব চ্যারিটি (আইএসিএডি) বিভাগ এ নির্দেশনা জারি করে। 

নির্দেশনায় আরও বলা হয়, সরকারি অনুমতি ছাড়া যদি কেউ এ কাজ করে তাহলে অর্থ জরিমানাসহ ৩০ কিংবা এক বছরের জেলও হতে পারে। 

আইএসিএডি ওয়েবসাইট থেকে অনুমতি নেওয়া যাবে। এছাড়া ৮০০৬০০ নম্বরে কল করেও অনুমতি নেওয়া যাবে। অনুমতি নেওয়ার পূর্বে অবশ্যই কিছু ডকুমেন্ট প্রদান করতে হবে। যার মধ্যে রয়েছে দুবাইয়ের আইডি কার্ড, এছাড়া যে এলাকায় ইফতার প্রদান করা হবে তার জন্য একটি ফরম পূরণ করতে হবে। একই সঙ্গে যেখানে থেকে খাবার নেওয়া হবে তার তথ্যও দিতে হবে। 

পবিত্র রমজান মাসে মুসলমানদের জন্য অসহায় দুস্থদের মাঝে খাবার সরবরাহের কথা বলা হয়েছে। এজন্য এ মাসে অনেকে বেশি বেশি সহযোগিতা করে থাকেন। দুস্থদের মাঝে খাবার বিতরণ করে থাকেন।