| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ সুপ্রিম কোর্টের ঘটনায় বিএনপির আইনজীবীরা দায়ী: তথ্যমন্ত্রী


ফাইল ছবি

সুপ্রিম কোর্টের ঘটনায় বিএনপির আইনজীবীরা দায়ী: তথ্যমন্ত্রী


রহমত নিউজ     16 March, 2023     02:30 PM    


সুপ্রিম কোর্টের গতকালের ঘটনায় বিএনপিপন্থী আইনজীবীরা দায়ী বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তারা প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছে। যা ইতিহাসের কলঙ্কিত ঘটনা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

এসময় তিনি বলেন, নির্বাচন কারও জন্য থেমে থাকবে না, ১৪ ও ১৮ সালেও থেকে থাকে নাই। তাই আগামী নির্বাচনও থেমে থাকবে না। বিএনপি নির্বাচনের ট্রেনে উঠবে কিনা সেটা তাদের বিষয়।

তিনি বলেন, নারীদের অগ্রগতির জন্য নারীদের গুরুত্বপূর্ণ হিসেবে গড়ে তুলেছেন দেশনেত্রী। আর দেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। স্বামী পরিত্যক্তা নারীরা একসময় অবহেলিত ছিল কিন্তু শেখ হাসিনা সেখানেও নারীদের জন্য ভাতা চালু করেছেন। দেশে আগেও নারী নেতৃত্ব ছিল কিন্তু তিনি শেখ হাসিনার মতো কেউ নারীদের নিয়ে ভাবেননি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি বর্তমানে আওয়ামী লীগের কোনো উদ্যোগই গ্রহণযোগ্য মনে করে না। কোভিডের সময় বিএনপির নেতারা নানা সমালোচনা করে ঘোমটা দিয়ে টিকা নিতে গেছিলেন। এখন ৪র্থ ডোজ নেয়ার আহ্বান জানাই তাদের।