রহমত নিউজ 05 March, 2023 01:00 PM
বর্ত্মান সরকারকে দুর্নীতিবাজদের আড়তদার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সরকারের দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য বেড়েছে। রোববার (৫ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে ঢাকা জেলা বিএনপি এই মানববন্ধন করে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের অর্থনীতির যে অবস্থা, তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি ন্যূনতম বিবেক-বিবেচনা থাকত, তিনি রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দিতেন।
কারণ, এই অর্থনৈতিক দৈন্যদশায় তাঁর পক্ষে রাষ্ট্র পরিচালনা করা কঠিন। এরপর যারা রাষ্ট্রক্ষমতায় যাবে, তাদের রাষ্ট্র পরিচালনা করতে অনেক কাটখোড় পোড়াতে হবে।
তিনি বলেন, অনেকেই গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি করছেন। আমি বলব, তাঁদের মুক্তির দাবি নয়, তাঁদের মুক্ত করব। আমরা খালেদা জিয়াকে মুক্ত করব, কারাগারে যেসব নেতা রয়েছেন, তাঁদেরও মুক্ত করব।