মফস্বল ডেস্ক 02 March, 2023 07:46 PM
সুনামগঞ্জে আব্দুজ জহুর সেতু থেকে সুরমা নদীতে লাফ দিয়ে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ মার্চ) বিকেলে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম জেসমিন আক্তার তাজিম। তিনি সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র (এসসি) বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার বিদ্যালয়ের মডেল টেস্ট পরীক্ষার শেষ করে দুই বন্ধু সেতুতে ঘুরতে যায়। সেতুতে ঘোরার সময় তানজিম হঠাৎ করে সুরমা নদীতে ঝাঁপ দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নদী থেকে লাশ উদ্ধার করে।
সঙ্গে থাকা বান্ধবী খাদিজা আক্তার ইমা বলেন, বিদ্যালয়ে আজকে গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে আমরা সেতুতে ঘুরতে যাই। হঠাৎ করে সে সেতুর উপর থেকে নদীতে ঝাঁপ দেয়। পরে আমি চারপাশের মানুষদের চিৎকার করে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নদী থেকে লাশ উদ্ধার করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, আব্দুজ জহুর সেতু থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহালের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট সুনামগঞ্জ সুনামগঞ্জ সদর