| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব পবিত্র রমজানে সকল পণ্যের দাম কমাবে আরব আমিরাত


পবিত্র রমজানে সকল পণ্যের দাম কমাবে আরব আমিরাত


মুসলিম বিশ্ব ডেস্ক     02 March, 2023     08:39 PM    


চলতি মাসে জ্বালানি তেলের দাম কমিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সরকার। আবার এ মাসেই শুরু হচ্ছে পবিত্র রমজান। ফলে পণ্যদ্রব্যের দাম কমানো হবে নাকি স্থিতিশীল থাকবে এ নিয়ে পক্ষ বিপক্ষে তৈরি হয়েছে। তবে পবিত্র রমজান মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অন্য সময়ের চেয়ে দ্রব্যের দাম অনেক কমানো হয়। এবারও সেই ধারা অব্যাহত রাখতে কাজ করছেন দেশটির ব্যবসায়ীরা। খবর খালিজ টাইমস। 

পণ্য দ্রব্যের দাম কমা কিংবা বাড়ার বিষয়টি নির্ভর করে জ্বালানি তেলের দামের ওপর। সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি তেলের দাম কমায় পণ্য দ্রব্যের কমানো হবে। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান শুরু হবে। রমজান মাসকে কেন্দ্র করে পণ্য দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার ফলে সহজ হয়ে গেল দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা। ‘নাইট ডিউটিতে এত সেজে এসেছ বলেই নার্সকে টেনে নিজের ঘরে নিয়ে গেলেন চিকিৎসক!’

আল আদিল ট্রেডিং কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ড. দরঞ্জয় দত্ত বলেন, বাণিজ্যিক পরিবহনে জ্বালানি তেলের ব্যবহার বেশি। জ্বালানি তেলের দাম বেড়ে গেলে এর প্রভাব পণ্যদ্রব্যের ওপর পরে। ফলে দাম বেড়ে যায়। কিন্তু চলতি মাসে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় পণ্য দ্রব্যের দাম কমে যাবে। 

জ্বালানি তেলের দাম কমার পাশাপাশি গত কয়েক মাসে শিপিং চার্জও কমেছে। এছাড়া ইউক্রেন থেকে কিছু পণ্য সরবরাহের কারণে সংযুক্ত আরব আমিরাত এবং বিশ্বব্যাপী পণ্যের দামও হ্রাস পেয়েছে।