রহমত নিউজ 01 March, 2023 10:06 AM
ফিকহী কনফারেন্স-এর আয়োজন করেছে আল-মারকাযুল হানাফী বাংলাদেশ। আগামীকাল (২ মার্চ) বৃহস্পতিবার সকাল ১০ টা উত্তর মাদানীনগরস্থ মারকায প্রাঙ্গণে এ সেমিনার শুরু হবে।
সেমিনারে ফিকহ সংকলনের ইতিহাস ও ফিকহে হানাফীর শ্রেষ্ঠত্ব বিষয়ক আলোচনা করবে্ শায়খ জাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টার, ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মীযানুর রহমান সাঈদ।
হাদীস শাস্ত্রে ইমাম আবু হানীফা রাহমাতুল্লাহি আলাইহির অবদান বিষয়ক আলোচনা করবেন, জামিয়া আরাবিয়া ইমদাদুল ঊলূম ফরিদাবাদের মুহাদ্দিস মুফতী মুহাম্মদ ইমাদুদ্দীন।
ফিকহে হানাফীর খেদমতে উলামায়ে দেওবন্দীর অবদান বিষয়ক আলোচনা করবেন, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানীনগরের মুহাদ্দিস মুফতী ফয়সাল আহমদ।
প্রকৃত আহলে হাদীস ও বর্তমান আহলে হাদীস: একটি তাত্ত্বিক বিশ্লেষণ বিষয়ক আলোচনা করবেন, মাদরাসা আশরাফুল উলুম ময়নামতির মুহতামিম মাওলানা আনিসুর রহমান আশরাফী।
মাযহাব কি ও কেন এবং মাযহাব চারটিতে সীমাবদ্ধ হলো কেন? বিষয়ক আলোচনা করবেন, তা'লীমুল কুরআন ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার, ঢাকার পরিচালক মুফতী লুৎফুর রহমান ফরায়েজী।
নারী- পুরুষের নামাযে ব্যাবধান আছে কিনা? বিষয়ক আলোচনা করবেন, জামেয়া ইসলামিয়া বাউনিয়াবাদের মুহতামিম মুফতী শামসুদ্দোহা আশরাফী।
তারাবীহ ও বিতির : রাকাত সংখ্যা ও আদায়ের পদ্ধতি বিষয়ক আলোচনা করবেন, জামেয়া শারিফিয়া আরাবিয়া লালবাগের মুহাদ্দিস মুফতী আরিফ বিন হাবীব।
কুরআন হাদীস থাকতে মাযহাব মানতে হবে কেন? বিষয়ক আলোচনা করবেন, জামেয়া মাহমুদিয়া যাত্রাবাড়ীর মুহাদ্দিস মুফতী রেজাউল করীম আবরার।
ফিকহ এর প্রয়োজনীয়তা ও যুগে যুগে ফিকহ হানাফী বিষয়ক আলোচনা করবেন ,আল-মারকাযুল হানাফী বাংলাদেশের পরিচালক মুফতী মুহাম্মদ নোমান কাসেমী।
তিলাওয়াত করবেন তাহফীজুল কুরআন ওয়াস সুন্নাহ, যাত্রাবাড়ীর পরিচালক হাফেজ কারী নাজমুল হাসান।
যাতায়াত : চিটাগাংরোড নেমে মাদানিনগর মাদরাসার উত্তর পার্শ্বে ক্যানেলপাড়। প্রয়োজনে : ০১৭১০-৬৩৯২৩২, ০১৮১২-৬২৬৫২