রহমত নিউজ 01 March, 2023 10:10 AM
সম্প্রতি দূষিত শহরের তালিকায় প্রায় প্রতিদিনই শীর্ষে অবস্থান করছে ঢাকা। বায়ুদূষণে বিশ্বে দূষিত শহরের তালিকায় আজও প্রথম স্থানে উঠে এসেছে ঢাকার নাম।
বুধবার (১ মার্চ) সকাল ৯টা ৪৮ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৯৮। এই মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ ছাড়া তালিকায় ১৯৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের উহান। ১৮৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের মুম্বাই। ১৮৬ স্কোর নিয়ে চতুর্থ থাইল্যান্ডের চিয়াংমাই এবং ১৮২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে মিয়ানমারের ইয়াঙ্গুনের।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এরমধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এরমধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।