| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারতের গণতন্ত্র ও সংবিধান হুমকির মুখে পড়েছে : মল্লিকার্জুন খাড়গে  


ভারতের গণতন্ত্র ও সংবিধান হুমকির মুখে পড়েছে : মল্লিকার্জুন খাড়গে  


আন্তর্জাতিক ডেস্ক     25 February, 2023     08:50 AM    


ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এমপি দেশের গণতন্ত্র ও সংবিধান হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন। তিনি শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ছত্তিশগড়ের রাইপুরে কংগ্রেসের অধিবেশনে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। শুক্রবার থেকে শুরু হওয়া কংগ্রেসের তিনদিনের পূর্ণাঙ্গ অধিবেশন চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। 

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আমাদের সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন দেশের সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ রয়েছে। গণতন্ত্র ও সংবিধান হুমকির মুখে পড়েছে। সংসদীয় প্রতিষ্ঠানগুলোও চরম সংকটের মুখে পড়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডেও নজরদারি করা হচ্ছে। সেজন্য আমাদের খুব সাবধানে চিন্তা করতে হবে এবং সত্যের সাথে আমাদের মতামতগুলোকে তুলে ধরতে হবে, কারণ সারা দেশের দৃষ্টি এই সম্মেলনের দিকে নিবদ্ধ রয়েছে।’  

এদিকে, কংগ্রেসের অধিবেশনে উপস্থিত হয়ে কংগ্রেস বিধায়ক ও কেরালার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেন, ‘দেশে কী হচ্ছে? কংগ্রেস কর্মকর্তাদের বাড়িতে রেইড করা হচ্ছে। এখানে কংগ্রেসের অধিবেশনের আগে কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে রেইড করা হয়েছে। এটা কী গণতন্ত্র? গণতন্ত্রকে ধ্বংস করার যে কাজ ওরা করছেন তার বিরুদ্ধে আমরা আন্দোলন চালাবো।’

কংগ্রেসের অধিবেশন প্রসঙ্গে এর আগে দলটির মহাসচিব জয়রাম রমেশ কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, দেশে বাক স্বাধীনতা হুমকির মুখে। মোদী সরকার কংগ্রেসের সম্মেলন ব্যর্থ করার চেষ্টা করছে। তিনি বলেন, মোদী সরকার যে কোনও মূল্যে কংগ্রেসের সম্মেলনকে লাইনচ্যুত করতে চায়। কংগ্রেস মোদী সরকারের বিরুদ্ধে সংসদ থেকে সড়ক পর্যন্ত লড়াই করছে। সংসদের মধ্যে এবং বাইরেও আমাদের কণ্ঠকে চাপা দেওয়া হচ্ছে। তল্লাশি অভিযান চালিয়ে কংগ্রেসকে ভয় দেখানোর চেষ্টা চলছে, কিন্তু আমরা ভীত নই।’ 

জয়রাম রমেশ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নিশানা করে আরও বলেন,  প্রতিহিংসা ও হয়রানির রাজনীতি করা হচ্ছে। মোদী সরকারের কাছে বিরোধীদের বিরুদ্ধে সর্বদা ব্যবহার করার একটি অস্ত্র হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’। শুধু তাই নয়, কংগ্রেসের ‘ভারত জোড়া পদযাত্রা’য় ক্ষুব্ধ হয়েছে বিজেপি। ৩০ জানুয়ারী শ্রীনগরে পদযাত্রা শেষ হয়েছে, কিন্তু তাদের দুশ্চিন্তা ও উদ্বেগ কাটেনি।  প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী যদি ভাবেন কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ‘ইডি’র অভিযান, দলীয় মুখপাত্রের বিরুদ্ধে ‘এফআইআর’ নথিভুক্ত করায় প্রশ্ন তোলা বন্ধ হবে, তাহলে তারা ভুলের মধ্যে আছেন’ বলেও মন্তব্য করেন কংগ্রেসের মহাসচিব জয়রাম রমেশ।  

-পার্সটুডে