| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে বৈবাহিক অবস্থা লিখতে বাধ্য করা যাবে না: হাইকোর্ট


শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে বৈবাহিক অবস্থা লিখতে বাধ্য করা যাবে না: হাইকোর্ট


রহমত নিউজ     16 February, 2023     01:47 PM    


শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈবাহিক অবস্থা লিখতে কাউকে বাধ্য করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এ রায় দেন।  

এ রায়ের ফলে শুধু শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ফরমে এখন থেকে বৈবাহিক অবস্থা না লিখলেও চলবে।

২০১৩ সালের জুনে রাজশাহীতে দশম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হন।

পরে গ্রামবাসী ধর্ষকের সঙ্গে বিয়ে দিতে চাপও দেয়। সে সময় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকেই মামলা হয়। এ অবস্থায় মেয়েটির এসএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষার সময় সন্তানের জন্ম দেয় মেয়েটি। ডিএনএ টেস্টে শিশুটি আসামির সন্তান বলে প্রমাণিত হয়। এ ঘটনায় করা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু মেয়েটি নার্সিং কলেজে ভর্তি হতে গেলে সন্তান জন্মদানের কারণে ফরমে তার বৈবাহিক অবস্থা লেখার কথা বলা হয়। কিন্তু কোনোটিই পূরণ না করায় নার্সিং কলেজে ভর্তি হতে না পেরে পড়া বন্ধ হয়ে যায়।  

পরে ২০১৭ সালে হাইকোর্টে একটি রিট করা হলে রুল দেওয়া হয়। বৃহস্পতিবার রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।