| |
               

মূল পাতা জাতীয় তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস


তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস


রহমত নিউজ     16 February, 2023     01:52 PM    


দেশব্যাপী আজ রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পেতে পারে। পরবর্তী তিন দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।  

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সেই সঙ্গে ভোর থেকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়া হয়েছে শ্রীমঙ্গলে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।