রহমত নিউজ ডেস্ক 06 February, 2023 05:36 PM
আজ ১২ ঘণ্টা ব্যবধানে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে পরপর দু’বার বড় ধরণের ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ৭.৭ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত দু’দেশের ১২শতের অধিক মানুষ নিহত ও কয়েক হাজার আহত হয়েছে। ভয়াবহ এই ভূমিকম্পে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের।
আজ (৬ ফেব্রুয়ারি) সোমবারবিকালে দলের প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত শোকবাণীতে নেতৃদ্বয় এ সমবেদনা জানান।
প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় ভূমিকম্পে নিহত সকল মুসলিমের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। আবারো এই ভয়াবহ ধ্বংসকাণ্ড থেকে সকলকে রক্ষায় মহান আল্লাহর সাহায্য কামনা করেন। প্রাকৃতিক এই দুর্যোগে তুরস্ক ও সিরিয়ার পাশে এসে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার জন্য খেলাফত মজলিস নেতৃবৃন্দ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। সামর্থ অনুযায়ী ভাতৃপ্রতিম মুসলিম দেশ দু’টির দুর্দিনে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও উদাত্ত আহ্বান জানান তারা।