| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি শনিবার ১০ বিভাগে বিএনপি ও সমমনাদের সমাবেশ


শনিবার ১০ বিভাগে বিএনপি ও সমমনাদের সমাবেশ


রহমত নিউজ ডেস্ক     03 February, 2023     10:45 PM    


যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবি আদায়ে আগামীকাল শনিবার দেশের ১০টি বিভাগীয় সদরে সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। একই দিন সমমনা ৫৪টি রাজনৈতিক দল ও জোটও সমাবেশ করবে। দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশ হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি।

সারাদেশে সমাবেশ সফল ও আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে গত এক সপ্তাহ বিএনপির নেতারা সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ, গণসংযোগ, পদযাত্রা, পথসভা ও প্রচার-প্রচারণা চালান। এমন তৎপরতায় সমাবেশগুলোতে গণজাগরণ হবে বলে আশাবাদী তাঁরা। ঢাকার সমাবেশ থেকে জনসম্পৃক্ত ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

ঢাকার মতোই সব বিভাগীয় সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। কুমিল্লা টাউন হল ময়দানের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, রাজশাহী সোনামসজিদ মোড়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খুলনা সিটি করপোরেশনের সামনের সোসাইটি মোড়ে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বরিশাল জিলা স্কুল মাঠে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চট্টগ্রাম মহানগর বিএনপি অফিসের সামনে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিলেট রেজিস্ট্রারি মাঠে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ফরিদপুরের কমলপুর হাই স্কুল মাঠে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও রংপুর মহানগর বিএনপি অফিসের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।