| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে’


১১ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ-সমাবেশ ও মিছিল

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে’


রহমত নিউজ     02 February, 2023     05:07 PM    


খেলাফত মজলিসের নবনির্বাচিত আমীর অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে  সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। দিন দিন জিনিসপত্রের দাম বেড়েই চলছে। একমাসের মধ্যে দুইবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ১২ কেজির এক বোতল এলপি গ্যাস বিক্রি হচ্ছে ১৮০০ টাকায় যা দুই দিন আগে ছিরেঅ ১৪৫০টাকা। চাল, ডাল, তেল, আটা-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থা চলতে থাকলে মানুষের জন্য বেঁচে থাকা দায় হবে।

বুধবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে তিনি এসব কথা বলেন। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব-এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক- এডভোকেট মিজানুর রহমান, মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অর্থ সম্পাদক আলহাজ্ব আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শরীফ মুহাম্মদ মোসাদ্দেক, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, কৃষি বিষয়ক সম্পাদক আবু মুসাইয়্যিব, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মাওলানা আবদুল হক আমিনী, সহকারী দাওয়াহ সম্পাদক মুফতি সাইয়্যেদুর রহমান, সহ-প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ- অর্থ সম্পাদক জিল্লুর রহমান, সহ- আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হাফেজ মাওলানা শায়খুল ইসলাম, নির্বাহী সদস্য,মাওলানা সাঈদ আহমদ, কাজী ফিরোজ আহমদ, মোঃ সিরাজুল ইসলাম, মাওলানা কাজী ফিরোজ আহমদ, মাওলানা নুরুল হক, মাওলানা আজীজুল হক, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।

বৈঠকে বিতর্কিত নতুন শিক্ষাক্রম বাতিল, তেল-গ্যাস-বিদ্যুতসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধিনে জাতীয় নির্বাচন-সহ চলমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক সংকট সমাধানের দাবীতে আগামী ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ-সমাবেশ ও মিছিল-সহ সারাদেশের জেলা- মহানগরী শাখা পুনর্গঠনের লক্ষ্যে সফরের কর্মসূচি গ্রহণ করা হয়।