| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা রফিক আহমদ ইন্তিকাল করেছেন


পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা রফিক আহমদ ইন্তিকাল করেছেন


রহমত নিউজ     14 January, 2023     09:43 PM    


চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় অবস্থিত দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া ইসলামিয়া পটিয়া চট্টগ্রামের সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ রফিক আহমদ ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে সাতটায় তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে  ৮৩ বছর বয়সে তিনি ইন্তিকাল করেন। আগামীকাল রোববার সকাল ১১টায় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

মাওলানা রফীক আহমদের ছেলে মাওলানা রিজওয়ান রফীক বিষয়টি নিশ্চিত করে জানান, তিনবছর আগ থেকেই তিনি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন। বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত ছিলেন তিনি। পটিয়া জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন অনেক দিন। হাসপাতালের সিনিয়র ডাক্তার এজিএম আবু সুফিয়ানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিলো।

হাদিসের ব্যাখ্যাগ্রন্থ রচানায় বাংলাদেশ এমনকি উপমহাদেশে বিশেষ অবদান রেখেছেন মাওলানা রফীক আহমদ।  তার লিখিত কিতাবাদীর মধ্যে অন্যতম ১. ইফাদাতুল মুসলিম শরহে সহীহ মুসলিম ২. ঈযাহুল মিশকাত ৩. আক্বরাবুল ওয়াসায়েল ইলা শরহিশ শামায়েল ৪. কুররাতুল আইনাইন ফী হষয়-ই মুগ্লাকাত-ই মুআত্তাআইন ৫. দরসে হিদায়া ৬. হাদীস পরিচিতিঃ ভারত-বাংলাদেশের প্রাতঃ স্মরণীয় আউলিয়া ও মুহাদ্দিছীন ৭. ইরশাদুত্তালিবীন ফী আহওয়ালিল মুসাল্লিফীন ৮.যাহরুন নূজুম ফী মা’রিফাতিল ফুনূনি ওয়াল উলূম ৯. আল ইন্শাউল জাদীদ মা’আললুগাতি ওয়াল খিতাবাত ১০. হিদায়াতুল মুস্তার শিদীন ইলা হল্লি আভীসাতি কাসাসুন্নাবিয়্যীন। ১১. কাসাসুন্নাবিয়্যীন অনুবাদ ১২. আল কালামূল মু’তাবার ফী তাউযীহি নূরি সায়্যিদিল বাশার ১৩. মহা মানব সা. এর নূর প্রসঙ্গ ১৪. মওদূদী সাহেব কি তাফসীর ওয়া নাযারিয়্যাত পর ইলমি ওয়া তাহক্বীক্বী জায়েযাহ ইত্যাদী আরো প্রায় অর্ধশত গ্রন্থ তিনি রচনা করেন।

মাওলানা রফীক আহমদ মৃত্যুকালে ৬ ছেলে ও দুই মেয়ে রেখে যান। তার স্ত্রী ২০২১ সালে ইন্তিকাল করেন।