| |
               

মূল পাতা স্বাস্থ্য ওষুধের দাম বাড়াতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো চাপ দিচ্ছে : ডিজি


ওষুধের দাম বাড়াতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো চাপ দিচ্ছে : ডিজি


রহমত নিউজ     05 January, 2023     10:20 AM    


ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেছেন, ওষুধের দাম বাড়াতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে চাপ রয়েছে। চাপ সামাল দিতে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা হচ্ছে।

বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস সেলের (বিএনএইচএ) ষষ্ঠ রাউন্ড ফল অবহিতকরণ সভায় তিনি এ কথা জানান।

ওষুধ প্রশাসনের মহাপরিচালক ইউসুফ বলেন, মূলত করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে ডলার সংকট দেখা দিয়েছে। ফলে কাঁচামাল আমদানিতে সমস্যা হচ্ছে। তাই ওষুধের দাম বাড়ানো নিয়ে চাপ রয়েছে। এ জন্য চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। সংকট মোকাবিলায় বিভিন্ন কোম্পানি থেকে চিকিৎসকদের নেওয়া বিভিন্ন উপহার কমিয়ে দিতে হবে।

তিনি বলেন, দেশের ৯৮ শতাংশ ওষুধ আমরা তৈরি করি। দুই শতাংশ ওষুধ আমদানি করা হয়। তাই সমস্যা হওয়ার কথা নয়। চাপ সামাল দিতে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা হচ্ছে।