| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত আধুনিকতার নামে বেলাল্লাপনা চলবে না: র‍্যাব ডিজি


আধুনিকতার নামে বেলাল্লাপনা চলবে না: র‍্যাব ডিজি


রহমত নিউজ     31 December, 2022     09:32 PM    


ইংরেজি নববর্ষ উদযাপনে আধুনিকতার নামে বেলাল্লাপনা চলবে না বলে জানিয়েছেন  র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ আলম। তিনি পারিবারিকভাবে ইংরেজি নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) ইংরেজি বর্ষবরণ উদযাপন উপলক্ষে নগরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এক সভায় এ আহবান জানান র‍্যাব প্রধান। তিনি বলেন, আধুনিকতার নামে বেলাল্লাপনা করতে দেয়া হবে না। জঙ্গিদের সব ধরনের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত বলেও জানান তিনি।

এদিকে, বর্ষবরণকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ক্যাম্পাসের নীলক্ষেত, শাহবাগ, দোয়েল চত্বর, চানখারপুল, পলাশীসহ আটটি প্রবেশ পথে শনিবার সন্ধ্যা থেকেই বহিরাগত প্রবেশ বন্ধ করা হয়েছে।

অন্যদিকে, নতুন বছর উদযাপনের বিষয়ে কয়েকটি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ -ডিএমপি। শনিবার সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরের কোনো বার খোলা রাখা যাবে না এবং কোনো ফানুস ওড়ানো যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।