মূল পাতা শিক্ষাঙ্গন শুক্রবার বিকালে আল কাউসার পরিষদের আলোচনা সভা
রহমত নিউজ ডেস্ক 29 December, 2022 10:09 PM
আল কাউসার পরিষদ বাংলাদেশের উদ্যোগে ‘দারুল উলূম দেওবন্দ; চেতনা ও লক্ষ্য-উদ্দেশ্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আগামীকাল (৩০ ডিসেম্বর) শুক্রবার, বিকাল ৩টা রাজধানীর শেরেবাংলা নগরস্থ মাদরাসাতুল কাউসার আলইসলামিয়ায় এ সভা অনুষ্ঠিত হবে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, ভারত দারুল উলূম দেওবন্দের মুদাররিস মাওলানা মুযযাম্মিল আলী।
বিষয়ভিত্তিক আলোচন্ করবেন-
বিষয় : দেওবন্দ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও প্রতিষ্ঠাতাগণ
মাওলানা উবায়দুল্লাহ ফারুক
শাইখুল হাদীস, জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকাবিষয় : উলামায়ে দেওবন্দ ও রাজনীতি
মাওলানা আবু সাবের আব্দুল্লাহ
শাইখুল হাদীস, জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকাবিষয় : উলামায়ে দেওবন্দ ও তাসাউউফ
মাওলানা মাহফুজুল হক
ভারপ্রাপ্ত মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশবিষয় : সাহিত্য-সংস্কৃতি চর্চায় দেওবন্দের দৃষ্টিভঙ্গি
মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন
বরেণ্য লেখক ও মুহাদ্দিস
সভাপতিত্ব করবেন, আল কাউসার পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতী মাসউদুল করীম।
দাওয়াতক্রমে
মাওলানা সাখাওয়াত হুসাইন
সাধারণ সম্পাদক, আল কাউসার পরিষদ বাংলাদেশ
মাওলানা সাঈদুর রহমান
মুহতামিম, মাদরাসাতুল কাউসার আলইসলামিয়া