| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য গণমিছিল সফল করতে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক


গণমিছিল সফল করতে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক


রহমত নিউজ ডেস্ক     29 December, 2022     09:43 PM    


আওয়ামী লীগ সরকারের পতন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করেছে সরকার বিরোধীরা। আগামীকাল (৩০ ডিসেম্বর) শুক্রবার গণমিছিলের মধ্য দিয়ে ঢাকার রাজপথে যুগপৎভাবে নামছে দলগুলো। ঢাকার প্রথম কর্মসূচি সফল করতে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি।

আজ (২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন। অন্যদিকে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদ আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান।

কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গণতন্ত্র মঞ্চের সঙ্গে যুগপৎ আন্দোলনের বিষয়ে আলোচনা হয়েছে। কীভাবে যুগপৎ আন্দোলন এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে কথা হয়েছে। আগামীকাল যেহেতু ঢাকায় আমাদের যুগপৎ আন্দোলনের কর্মসূচি রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।